জলপাইগুড়ি: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন জাতীয় ও রাজ্যস্তরে কৃতিত্ব অর্জনকারী বধির ক্রীড়াবিদদের বিশেষভাবে সম্মান জানানো হয়।

জাতীয় অ্যাথলেট প্রশান্ত হালদার, মহিলা ক্রিকেটার সোনালী বিশ্বাস, বিদ্যা সরকার, সায়ন্তনী রায় ও ভগবতী রায়কে তাঁদের অসাধারণ পারফরম্যান্সের জন্য সম্মাননা দেওয়া হয়। একইসঙ্গে প্রথমবারের মতো রাজ্য চ্যাম্পিয়ন হওয়া সকল ফুটবলারকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় ডেফ ভলিবল প্রতিযোগিতায় গুজরাটের নাদিয়াদে বাংলা দলের হয়ে অংশ নেবেন জলপাইগুড়ির দুই প্রতিভাবান খেলোয়াড় দিলীপ শা ও প্রকাশ রায়।

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংগঠক পরিষদের সম্পাদক রতন গুহ, বিশিষ্ট আইনজীবী শান্তা চ্যাটার্জি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলোয়াড়দের সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সম্মাননা তাঁদের আরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।