অস্ত্রোপচারের টাকার অভাবে জীবনসংকটে ৯ মাসের রিয়াংশু; সাহায্যের আর্জি পরিবারে

জলপাইগুড়ি: মাত্র ৯ মাসের রিয়াংশু রায় এখন লড়ছে জীবনের সবচেয়ে কঠিন লড়াই। জলপাইগুড়ির পুরাতন পান্ডাপাড়ার পার্ক মোড়ের এই একরত্তি শিশুটি গুরুতর কিডনিজনিত সমস্যায় ভুগছে। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না হলে তার অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে। প্রয়োজন প্রায় তিন লক্ষ টাকা। কিন্তু দিনমজুর বাবা কৌশিক রায় এবং গৃহিণী মা রিকন রায়ের পক্ষে সেই অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব।

অসহায় কণ্ঠে রিয়াংশুর মা বলেন, “চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। আমাদের সামর্থ্য নেই। যদি সবাই একটু সাহায্য করেন, তাহলে হয়তো ছেলেকে বাঁচানো সম্ভব হবে।” কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয় বাসিন্দা তারক ঘোষ জানিয়েছেন, “আমরা যতটা সম্ভব পরিবারটিকে সাহায্য করছি। কিন্তু এত বড় অঙ্ক একা জোগাড় করা সম্ভব নয়। সমাজের সবার সহযোগিতা প্রয়োজন। যদি সবাই একসাথে এগিয়ে আসেন, তবে রিয়াংশুকে নতুন জীবন দেওয়া সম্ভব।”

চিকিৎসার খরচ এখন অতিক্রম্য বাধা হয়ে দাঁড়ালেও পরিবারের আশা, মানুষের সহযোগিতায় হয়তো ফের ফুটে উঠবে ছোট্ট রিয়াংশুর মুখের হাসি।

📞 যোগাযোগ নম্বর – 9932196284 / 7001346734

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *