জলপাইগুড়ি : “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি গিয়ে থামল মাদকবিরোধী আন্দোলনের মঞ্চে। জলপাইগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা। বিশেষত অল্পবয়সিদের নেশার কবলে পড়া ও প্রতিবাদে হুমকির অভিযোগে আতঙ্ক বাড়ছে দিনদিন।

শনিবার রাতে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন পুরমাতা তথা ওয়ার্ড কাউন্সিলর পাপিয়া পাল। তবে অভিযোগ অগ্রাহ্য না করে তিনি নিজেই নেতৃত্ব দিলেন প্রতিবাদের। শতাধিক মহিলা ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাতেই পৌঁছে গেলেন কোতোয়ালি থানায়। পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে মাদক কারবারিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পাপিয়া পাল জানান, “মাদকমুক্ত সমাজ গড়া আমাদের অঙ্গীকার। বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। ওয়ার্ডে বিশেষ কমিটি গড়ে মাদক কারবারিদের চিহ্নিত করতে পুলিশকে সাহায্য করা হবে।”
এলাকার মানুষ অভিযোগ করেছেন, সন্ধ্যা নামলেই বাইক, টোটো, গাড়ি নিয়ে ভিড় জমে মাদক কেনাবেচা ও সেবনে। তাঁদের স্পষ্ট দাবি— শুধু ছোট খুচরো কারবারি নয়, এই ব্যবসার সঙ্গে যুক্ত রাঘববোয়ালদেরও গ্রেপ্তার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশারি দিলেন ক্ষুব্ধ বাসিন্দারা।
মাদকের অন্ধকারে ছেয়ে যাওয়া পাড়ায় আলো ফেরাতে এবার রাস্তায় নেমেই লড়াই শুরু করলেন পুরমাতা ও সাধারণ মানুষ।