জলপাইগুড়ি : চালসা এলাকার ব্যাডমিন্টন কোর্টে রবিবার এক অনন্য নাগরিক কনভেনশনের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের নামে প্রায় ৫ হাজার গাছ কাটার পরিকল্পনার বিরোধিতা জানাতে এদিনের জমায়েত। কনভেনশনে অংশ নেন রাজ্য বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব, পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিজ্ঞানকর্মীরা।

সভায় বিজ্ঞান কর্মী ও পরিবেশপ্রেমীরা স্পষ্ট বার্তা দেন – উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা নয়, বিকল্প পরিকল্পনা খুঁজে বের করতেই হবে। উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া কনভেনশনে সভাপতিমণ্ডলীর দায়িত্বে ছিলেন প্রদীপ ভৌমিক (সভাপতি, জলপাইগুড়ি জেলা বিজ্ঞান মঞ্চ), সৌরভ চক্রবর্তী (সাধারণ সম্পাদক), প্রদীপ মহাপাত্র (কার্যকরী সভাপতি), পরিবেশ বিজ্ঞানী তপন সাহা এবং বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব সুনীল দাস ও গোপাল দে।
জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. পার্থসারথি চক্রবর্তী উদ্বোধনী বক্তব্যে জানান — গরুমারা অভয়ারণ্যকে ঘিরে গড়ে ওঠা পর্যটন শিল্প ও জীববৈচিত্র্য আজ মারাত্মক চাপে। ২০১৭ সালে ওভারব্রিজ তৈরির সময় যে বৃক্ষচ্ছেদন হয়েছিল, তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবেশ ও স্থানীয় পর্যটন। এবার নতুন করে আবার ৫ হাজার গাছ কাটলে ভয়াবহ বিপর্যয় আসতে পারে।
কনভেনশনের দাবি — “রাস্তা সম্প্রসারণ হোক, তবে গাছ বাঁচিয়ে বিকল্প সমাধানেই এগোতে হবে।”