জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে গর্জে উঠল শান্তির ডাক। গণসংগঠন ও ট্রেড ইউনিয়নগুলির সদর সমন্বয় কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় বাবুপাড়া কর্মচারী ভবন থেকে শুরু হয় যুদ্ধবিরোধী শান্তি মিছিল। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল এসে শেষ হয় বড় পোস্ট অফিস মোড়ে।
মিছিলে নেতৃত্ব দেন ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বানীব্রত সাহা ও প্রদীপ কর্মকার, শ্রমিক নেতা পীযুষ মিশ্র, প্রকাশ রায়, মহিলা নেত্রী পার্না নাগ চক্রবর্তী, যুবনেতা দেবরাজ বর্মন, বেদব্রত ঘোষ এবং ছাত্রনেতা অর্ণব সরকার ও পাপাই মহম্মদ।
শান্তি মিছিল থেকে একদিকে ভারতের উপর মার্কিন আগ্রাসন ও অন্যদিকে প্যালেস্টাইনে ইজরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তির পক্ষে ধ্বনিতে মুখরিত হয় গোটা শহর।