বিশ্বজিৎ নাথ : মেয়ো রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চ সেনাবাহিনী সরিয়ে দেওয়ার প্রসঙ্গ নিয়ে ফের রাজনৈতিক মহলে তোলপাড়। সোমবার ধর্ণা মঞ্চ সরানো ঘিরে বিতর্ক ছড়ালেও, মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে নতুন করে আগুন জ্বালাল রাজনীতি। সেনার ভূমিকার প্রসঙ্গ টেনে ব্রাত্য বসু বলেন, ঘটনাটি তাঁকে মনে করিয়ে দিয়েছে ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় পাক সেনার হত্যাযজ্ঞ। তাঁর এই মন্তব্য ঘিরে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
অর্জুন সিংয়ের দাবি, শিক্ষামন্ত্রী ভারতীয় সেনার সঙ্গে পাকিস্তানি সেনার তুলনা করেছেন, যা দেশদ্রোহিতার শামিল। বিস্ফোরক মন্তব্যে তিনি বলেন, “আমি বিধানসভায় থাকলে ওকে বুঝিয়ে দিতাম, ব্রাত্য বসুর মতো দেশদ্রোহীকে ফেলে পেটানো উচিত।”
তাঁর এই বক্তব্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শাসক দল পাল্টা প্রতিক্রিয়া না জানালেও, বিরোধী শিবিরে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গর্জন শুরু হয়েছে। সেনার মর্যাদাকে কেন্দ্র করে এই তীব্র বাকযুদ্ধ যে আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্কে রূপ নেবে, তা বলাই বাহুল্য।