জলপাইগুড়ি: ৯ মাসের শিশু রিয়াংশু রায়ের জীবনে আলো ফোটাল মানুষের ভালোবাসা ও সহযোগিতা। দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভোগার পর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফল হয়েছে। রবিবার পার্কের মোড়ে রিয়াংশুর বাড়িতে গিয়ে তাকে দেখে আসেন নির্মাণ কর্মী সংগঠনের সদস্যরা।

দিনমজুর কৌশিক রায় ও তার স্ত্রী চিকিৎসার বিপুল খরচে দিশেহারা ছিলেন। সংবাদ প্রকাশের পর বহু শুভানুধ্যায়ী ও সংগঠনের সহায়তা এগিয়ে আসে। রিয়াংশুর মা আবেগভরে বলেন, “মানুষের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এতদূর আসা সম্ভব হত না।”
যদিও শিশুর আরও কিছু ধাপের চিকিৎসা বাকি রয়েছে, আপাতত সে পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছে। সমাজ, সংগঠন এবং সংবাদমাধ্যমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে রিয়াংশুর পরিবার।