
জলপাইগুড়ি : বিএসএফ কর্মীর পরিচয় ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন জলপাইগুড়ির পূর্ব অরবিন্দ নগরের বাসিন্দা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী পিঙ্কু সেন। অভিযোগ অনুযায়ী, রানীনগর বিএসএফ ক্যাম্পের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ভাড়ার প্রলোভন দেখান। প্রায় ১৮ হাজার টাকার চুক্তিও হয়।

চুক্তি অনুযায়ী নির্ধারিত স্থানে পৌঁছে পিঙ্কু জানতে পারেন, ওই নামে কোনও বিএসএফ কর্মী নেই। এরপর অভিযুক্ত তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক তথ্য জানতে চাইলে তিনি প্রতারণার ছক বুঝে যান। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি জানিয়ে দেন কর্তৃপক্ষকে।
অভিযোগকারী পিঙ্কু সেন ইতিমধ্যেই জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে সাইবার থানার পুলিশ।