ডুয়ার্স : আবারও চিতাবাঘের হানায় কাঁপল ডুয়ার্স। মঙ্গলবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায় বাড়ির উঠোন থেকে হঠাৎই ১২ বছরের অকস্মিক রায়কে জঙ্গলে টেনে নিয়ে যায় এক চিতাবাঘ। তড়িঘড়ি আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়াতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। এলাকাবাসীর প্রশ্ন, একের পর এক মানুষ খেকো হয়ে ওঠা চিতাবাঘের আক্রমণ কবে আটকানো সম্ভব হবে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান নাগরাকাটা থানার আইসি, খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায় এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা। বন দফতর সূত্রে জানা যায়, ইতিমধ্যেই দুইটি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়েছে। তবে বারবার ঘটতে থাকা এমন মর্মান্তিক ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলেও।
পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়েছে এবং বুধবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে।