মায়ের খুনে দোষী সাব্যস্ত ছেলে; জলপাইগুড়ি আদালতের রায়ে আজীবন কারাদণ্ড

জলপাইগুড়ি : এক হৃদয়বিদারক মামলার রায়ে মাকে খুনের অভিযোগে অভিযুক্ত ছেলে বিজয় পান্নাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত।

Son convicted of murdering mother; sentenced to life imprisonment by Jalpaiguri court

ঘটনাটি ২০২৩ সালের ৩০ মে। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনে মায়ের পেনশনের টাকা আদায়ের জন্য ধারালো অস্ত্র দিয়ে মর্মান্তিকভাবে খুন করা হয় তাঁকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত বিজয় পান্নাকে।

মঙ্গলবার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন। রায়ে আজীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। মামলায় মোট ১০ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পেশ করা হয়।

সহকারি সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ বলেন, “এটি শুধুই একটি খুনের মামলা নয়, এটি সমাজের কাছে এক বেদনাদায়ক দৃষ্টান্ত। যেখানে একজন মা নিজের সন্তানের হাতে প্রাণ হারালেন।”

আদালতের এই রায় আবারও মনে করিয়ে দিল— টাকার লোভ শেষমেশ সম্পর্কের সবচেয়ে পবিত্র বন্ধনকেও রক্তাক্ত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *