ডুয়ার্সে ফ্লাইওভারের কাছে রাতের আঁধারে হাতির হঠাৎ আবির্ভাব (ভিডিও সহ)

ডুয়ার্স : মঙ্গলবার গভীর রাতে চমকপ্রদ দৃশ্যের সাক্ষী রইলেন যাত্রীরা। গরুমারা জঙ্গলের বুক চিরে যাওয়া জাতীয় সড়কের ফ্লাইওভারের কাছে হঠাৎ বেরিয়ে আসে একটি পূর্ণবয়স্ক হাতি।

Elephant suddenly appears in the dark of night near flyover in Dooars

গাড়ির হেডলাইটে ধরা পড়তেই পথচারী ও চালকদের চোখ আটকে যায় বিশাল দেহী প্রাণীটির দিকে। কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে রাস্তার পাশে পরিস্থিতি পর্যবেক্ষণ করে হাতিটি। এরপর ধীর গতিতে আবার জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়।

স্থানীয়দের দাবি, এই সড়কে মাঝেমধ্যেই হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর দেখা মেলে। তবে হঠাৎ রাতে এভাবে হাতি রাস্তায় উঠে আসায় আতঙ্ক ছড়াল গাড়িচালকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *