মেল্লি কিরনিতে সড়ক দুর্ঘটনা: ৪ জনের মৃত্যু; ৩ শিশু-সহ গুরুতর আহত

কালিম্পং, ৪ অক্টোবর : শুক্রবার রাত প্রায় ৮টার সময় এনএইচ–১০ সড়কের মেল্লি কিরনি এলাকায় ঘটেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এসকে–০১টি ৫৯৮৯ নম্বরের ওয়াগন আর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক কমল সুব্বা (৪৪), তার কন্যা সমীরা সুব্বা (২০), পাশাপাশি জনুকা দার্জি (৩৫) এবং নিতা গুরুং (৫৮)। আহত হয়েছেন তিনজন, যাদের মধ্যে দুজন শিশু—সান্দ্রিয়া রায় (৮)সামিউল দার্জি (৫)। আহতদের দ্রুত উদ্ধার করে মেল্লি সিকিম হাসপাতলে ভর্তি করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা এখনও চিন্তাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটের ঝলকানির কারণে চালক হয়তো অল্পক্ষণের জন্য দৃষ্টি হারিয়েছেন। সেই মুহূর্তে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মৃতদের পরিবার ও এলাকাবাসী শোকাহত। কমল সুব্বা ও তার কন্যার পরিবার, বোজোজহারি ৩য় মাইল, পিএস–সাদর, পূর্ব সিকিমের বাসিন্দা। জনুকা দার্জি ও সামিউল দার্জির পরিবারও একই এলাকার বাসিন্দা। আহত সুনীতা ঠাকুর (৪০), সান্দ্রিয়া রায় (৮) এবং সামিউল দার্জি (৫)-এর পরিবারের সদস্যরা হাসপাতালের পাশে অবস্থান করছেন।

দুর্ঘটনার খবর পেয়ে কালিম্পং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। প্রশাসন দুর্ঘটনার প্রভাবিত পরিবারের পাশে দাঁড়াচ্ছে এবং আহতদের সুষ্ঠু চিকিৎসার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলাকার বাসিন্দারা জানান, এই সড়ক দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে এক চরম শোকের সৃষ্টি করেছে। বিশেষ করে শিশুদের আহত হওয়া পরিস্থিতিকে আরও মানবিক দিক থেকে ব্যথাজনক করে তুলেছে। পুলিশের তদন্ত শেষে দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।

এদিকে, স্থানীয় প্রশাসন ও যানবাহন নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে, যাতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *