শিশুমনের পাশে শিক্ষকরা — নাগরাকাটার বন্যাপীড়িত গ্রামে শিক্ষকদের মানবিক উদ্যোগ

জলপাইগুড়ি, নাগরাকাটা : বন্যাদুর্গত মানুষদের পাশে শুধু খাদ্যসামগ্রী নয়, এবার তাঁদের শিশুসন্তানদের মানসিক শক্তি ফেরাতেও উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলার নেতা-কর্মীরা।

শুক্রবার নাগরাকাটা ব্লকের দুর্গম টন্ডু ও বামনডাঙ্গা মডেল ভিলেজে পৌঁছে যান সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্য নেতা পলাশ সাধুখাঁ, জেলা নেতা স্বপন বসাক সহ সংগঠনের সদস্যরা। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এই দুই এলাকায় শিশুমনের দুঃসহ অভিজ্ঞতা কাটিয়ে উঠতে তাঁদের হাতে খাতা, কলম, রং পেন্সিল, দুধের প্যাকেট ও চকলেট তুলে দেন শিক্ষকরা।

শিশুদের মুখে হাসি ফেরাতে আয়োজন করা হয় গল্পগুজব, গান ও উৎসাহমূলক আলাপচারিতারও। পাশাপাশি দুই শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার, মোমবাতি, দেশলাই ও পানীয় জল।

জেলা নেতা স্বপন বসাক বলেন, “শিশুদের মনে এই বিপর্যয়ের প্রভাব পড়বেই। তাই তাদের মনোযোগ ঘুরিয়ে এনে আনন্দের ছোঁয়া দেওয়াটাই এখন সবচেয়ে জরুরি।”

উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক লক্ষী সাউ, শিক্ষক নেতা ও কাউন্সিলর গোবিন্দ পাল, অশোক বিশ্বকর্মা, সচীন দার্নাল, ধীরাজ সিং, অনিরুদ্ধ রায়, সিদ্ধার্থ দত্ত, মানস চক্রবর্তী, রাজেশ খেস ও দীপাঞ্জন দত্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *