জলপাইগুড়ি : দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ ও রাজগঞ্জের নাবালিকা নির্যাতনের ঘটনায় উত্তাল রাজ্যজুড়ে ক্ষোভ। সেই প্রতিবাদে সোমবার জলপাইগুড়ি সদর হাসপাতালের এমএসভিপি দপ্তরে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি যুব মোর্চা। দুপুরে ধিক্কার মিছিল করে জেলা যুব মোর্চার নেতাকর্মীরা এমএসভিপি অফিসের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান এবং একটি স্মারকলিপি প্রদান করেন।
জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ জানান, “রাজ্যে নারীদের ওপর লাগাতার অত্যাচার চলছে, আর প্রশাসন নিরব দর্শক। মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের রাত আটটার পর বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন, সেটি লজ্জাজনক। তিনি সেই মন্তব্য প্রত্যাহার করুন।” তিনি আরও বলেন, “যেভাবে আর জি ঘটনার পর মহিলারা ‘রাত দখলের ডাক’ দিয়েছিলেন, এবারও সেই সাহস দেখাতে হবে।”

ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। এমএসভিপি দপ্তরের বাইরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হয়।