জলপাইগুড়ি : দশ দিনের মধ্যে কামতাপুরীদের সমস্যা না মিটলে উত্তরবঙ্গ জুড়ে আগুন জ্বলবে, প্রয়োজনে নেপালের মত আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন এক্স কে এল ও লিঙ্কম্যান মহিলা (নারী) সমন্বয় কমিটির সভানেত্রী জ্যোৎস্না রায়। সোমবার শহরের রাজবাড়ি পাড়ায় কমিটির নেতা কর্মীরা জমায়েত হয়। এরপর মিছিল করে জেলাশাসক দফতরের সামনে হাজির হয় আন্দোলনকারীরা। যদিও বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের জেলাশাসক দফতরের মূল গেটের সামনে আটকে দেন৷ সেখানেই তাঁরা বিক্ষোভ শুরু করেন।
বার বার উত্তরবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ ৷ একাধিক বার আন্দোলন করেও সমস্যা মিটেনি। এ দিন মোট সাত দফা দাবি তুলে আন্দোলন শুরু করেন তাঁরা। জ্যোৎস্না বলেন, “কামতাপুরী আলাদা রাজ্য আলাদা ভাষা। উত্তরবঙ্গের কামতাপুরী জনজাতির উন্নয়ন করতে হবে। চাকরি ও কামতাপুরী ডেভলপমেন্ট বোর্ড করতে হবে। কামতাপুরীদের ডেভেলপমেন্ট উন্নয়ন না হলে উত্তরববঙ্গ জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলবে। আর মানবো না, এবার আইন শৃঙ্খলা ভাঙতে বাধ্য হব। দশ দিন সময় দিয়েছে, সময়মত যদি চাকরি, কলেজ উন্নয়ন না হয়। এরপর আমরা রাস্তায় নামবো পুলিশ আমাদের হয় মারুক নইলে আমাদের দাবি আমরাই পূরণ করবো। সব দায় রাজ্য ও কেন্দ্র সরকারের। দুই সরকার কি দেখছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি চাকরি করে দেওয়া হোক। অনেক সহ্য করেছি আর করবো না এবার লড়াই হবে সামনাসামনি।”

আন্দোলনকারীরা এই আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দিলেও তাঁদের কড়া ভাষ্যের মধ্যে থেকেই দেশের এবং রাজ্যের নীতিনির্ধারকদের প্রতি চাপ বাড়ার সংকেত পাওয়া যাচ্ছে। আগামী দশ দিনে দাবি বাস্তবায়ন হবে কি না— সেটাই এখন উত্তরের রাজ্যের রাজনৈতিক অঙ্গনের নজরদারির বিষয়।