সরস্বতী পূজা না করার অভিযোগে স্কুলে বিক্ষোভ স্থানীয়দের

রাহুল মন্ডল, মালদা : বিদ্যালয় প্রধান শিক্ষকের বাইক আটকে রেখে বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। দুটি বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরস্বতী পূজা না করার অভিযোগ এনে তাহলে রীতিমতো রবিবার বিক্ষোভ প্রদর্শন করলো মালদার মানিকচকের মথুরাপুর এলাকার বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয় ছেড়ে পালিয়ে যান প্রধান শিক্ষক। রবিবার এমনই ঘটনা সামনে এসেছে মানিকচকের মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর জুনিয়র বালিকা বিদ্যালয়ে।পরে পুলিশ প্রশাসনের আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর জুনিয়র বালিকা বিদ্যালয়। এই দুটি বিদ্যালয় কর্তৃপক্ষ সরস্বতী পুজোর আয়োজন করেনি বলে অভিযোগ এলাকাবাসীর। রবিবার মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আরশাদ বিদ্যালয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে মোটরবাইক ফেলে পালিয়ে যায় প্রধান শিক্ষক। দুটি বিদ্যালয় তালা মেরে বিক্ষোভ দেখান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদুটি বিদ্যালয়ের শিক্ষকেরা কোন সংস্কৃতি মানেন না। বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করেনি কর্তৃপক্ষ। শনিবার সরস্বতী পুজো হলেও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অন্যান্য বিদ্যালয়ে গিয়ে পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পাশাপাশি প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস সহ বিভিন্ন কর্মসূচি করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ।তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বদলির করতে হবে এবং প্রশাসনকে উচিত ব্যবস্থা নিতে হবে সেই দাবি স্থানীয় বাসিন্দাদের।

পরে মানিকচক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনায় বিদ্যালয় প্রধান শিক্ষকদের সাথে কোনরকম যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *