নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : রাজনীতিতে কত রঙ্গই না দেখা যায়, এ আর নতুন কথা কিসের! দলীয় টিকিট না পেয়ে জলপাইগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পৌলমী সাহা গত ৯ই ফেব্রুয়ারি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন মহকুমা শাসকের দপ্তরে। সেদিন প্রাক্তন ওই কাউন্সিলরের মনোনয়ন পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিংহের বিরুদ্ধে। উল্লেখ্য, এবার ১৬ নং ওয়ার্ডে তৃণমূলের দলীয় টিকিট পেয়েছেন অভিজিৎ বাবুর স্ত্রী। তীব্র ভাষায় পৌলমী সেদিন ভর্ৎসনা করেছিলেন অভিযুক্তকে। কিন্তু আজ শনিবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের অডিটোরিয়ামে দেখা গেল পৌলমী দেবীকে। পৌলমী দেবীকে বিষয়টি জিজ্ঞাসা করতেই তিনি বললেন, তিনি জেলা সভানেত্রী মহুয়া গোপ এবং সৌরভ চক্রবর্তীর আমন্ত্রণে এখানে এসেছেন। তাঁর সাফাই, সেদিন তার মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়েছিল যা একদম ঠিক করা হয়নি। তবে তিনি দলের বিরুদ্ধে কখনোই যাননি বলেও এদিন পরিষ্কার জানান।
