নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ এপ্রিল ২০২২ : ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার সল্টলেকের এসইজেড কমপ্লেক্সে আগামী ১২ থেকে ১৫ই মে। সর্বভারতীয় সম্মেলনকে সফল করতে গোটা জেলা জুড়ে প্রচার কর্মসূচী ও অর্থ সংগ্রহ শুরু করেছে জলপাইগুড়ি জেলা কমিটি।

রবিবার ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চড়কডাঙ্গী স্কুলের মাঠে জেলার বিভিন্ন প্রান্তের লোকাল কমিটির ফুটবল টিমগুলিকে নিয়ে অনুষ্ঠিত হলো একদিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। কোভিড অতিমারীর সময় প্রয়াত সিআইটিইউর জেলা সম্পাদক আদিত্য মিশ্র ও তার স্ত্রী প্রতিমা মিশ্রের নামে যথাক্রমে চাম্পিয়ন্স ও রানার্স ট্রফি উৎসর্গ করা হয় এই ফুটবল প্রতিযোগিতায়।

জেলার বিভিন্ন প্রান্তের আটটি লোকাল কমিটির ফুটবল টিমের মধ্যে সকাল থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে ভিড় জমান স্থানীয় মানুষ থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী দর্শকরা। প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব সমিজ উদ্দিন আহমেদ, মোক্তাল হোসেন, সমরজিৎ ঘোষ, বিপ্লব ঝা, রতন কুমার রায় সহ বহু প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব উপস্থিত ছিলেন বর্তমান যুগের এই ফুটবল প্রতিযোগিতাকে উৎসাহিত করতে। সদর দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই নকআউট এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয় ধুপগুড়ি লোকাল কমিটির ফুটবল টিম সদর পশ্চিম লোকাল কমিটির ফুটবল টিমকে পরাজিত করে টুর্ণামেন্টে জয় লাভ করে।

জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সমগ্র খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সমগ্র টুর্ণামেন্টে অনবদ্য ক্রীড়াশৈলী প্রদর্শনের জন্য ফাইনালে অংশগ্রহণকারী দুই টিমের গোলকিপার স্বপন রায় ও রকি পাল যথাক্রমে ম্যান অব দ্যা ও ম্যাচ ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার লাভ করেন। এদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব মোক্তার হোসেন, প্রাক্তন জেলা সম্পাদক সমরজিৎ ঘোষ। ফাইনাল ম্যাচে বিজিত দল সদর পশ্চিম লোকাল কমিটির ফুটবল টিমের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন প্রাক্তন যুব নেতা বর্তমান ক্ষেত মজুর আন্দোলনের নেতৃত্ব সমিজ উদ্দিন আহমেদ ও কৃষক নেতা রতন কুমার রায়। সেরা গোলদাতা পুরস্কার অর্জন করে ধুপগুড়ি টিমের রশিদ আলম। তার হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব রাজীব ভট্টাচার্য। বিজয়ী ধুপগুড়ি লোকাল কমিটির ফুটবল টিমের হাতের চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন আদিত্য মিশ্রর কনিষ্ঠপুত্র সুমিত্র মিশ্র ও ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার সময় মসজিদ থেকে মাইকে আজান শুরু হলে আযান শেষ হওয়ার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করেন ডিওয়াইএফআই নেতৃবৃন্দ। বিজয়ী ধুপগুড়ি যুব দল জলপাইগুড়ি জেলার হয়ে আগামী ১লা মে শিলিগুড়িতে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করবে। ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে জানান, জেলার চা বাগান থেকে কৃষি বলয় বিভিন্ন এলাকায় ডিওয়াইএফআই এর উদ্যোগে ফুটবল টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আগামীতে ১১তম সর্বভারতীয় সম্মেলন কে সামনে রেখে প্রাক্তন ও বর্তমান যুবদের ঐক্যবদ্ধ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে।