রাহুল মন্ডল, রতুয়া, ২৫ এপ্রিল ২০২২ : ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত সাতটি পরিবারের সাতটি ঘর। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েতের বনডাঙ্গা গ্রামে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকে দিনমজুর। ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা তৃণমূলের।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে তাফজুল আলীর বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লাগে রান্নাঘরে। পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করে। তাদের ডাকে ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা। ইতিমধ্যে রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার পর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে পার্শ্ববর্তী আরো ছটি বাড়িতে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর দেওয়া হয় সামসি পুলিশ ফাঁড়ি ও চাঁচল দমকলে। প্রথমে ঘটনাস্থলে ছুটে আসে সামসি ফাঁড়ির পুলিশ প্রায় দেড় ঘণ্টা পর চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের প্রায়ই ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে ততক্ষণে সাতটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা।

এই ঘটনার পর রবিবার রাতেই ওই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করা হবে এমনটাই জানিয়েছেন রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো।