রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে গ্রেপ্তারের দাবি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ বিজেপি  মহিলা সংগঠনের

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ মে ২০২২ : বধূ নির্যাতনের মামলায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে গ্রেপ্তারের দাবি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখালেন বিজেপি  মহিলা সংগঠনের সদস্যরা। যদিও বিধায়কের পাল্টা অভিযোগ, বিজেপির রাজনৈতিক চক্রান্ত চলছে। এই কারণে তৃণমূলের জেলার নেতাদের কালিমালিপ্ত, বদনাম ও কুৎসা করতে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।

অভিযোগ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে মোট পাঁচজন বধূ রয়েছেন। তাদের প্রত‍্যেকেই থানায় অভিযোগ জানিয়েছেন। তা সত্ত্বেও বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এই বিষয়টি নিয়ে বুধবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখালেন বিজেপি  মহিলা সংগঠনের সদস্যরা। অবিলম্বে বধূ নির্যাতনের মামলায় রাজগঞ্জের বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এই প্রসঙ্গে বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিক  বলেন, এটা পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য, বিধায়কের বাড়িতেও মহিলারা সুরক্ষিত নেই। তৃণমূল বিধায়কের বাড়ির পাঁচজন মহিলা সদস্যা বাড়ির কর্তার বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের অভিযোগ করেছে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

BJP women's organization protests at Jalpaiguri Kotwali police station demanding arrest of Khageshwar Roy

এদিকে বিধায়ক খগেশ্বর রায় ফোনে জানিয়েছেন তৃণমূলকে বদনাম ও দলের জেলার নেতাদের কালিমালিপ্ত করতে বিজেপি টাকা দিয়ে এমনটা করছে। এরকম কোন অভিযোগ নেই। সম্পুর্ন মিথ্যে অভিযোগ।

দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *