“কাঁচা বাদাম” খ্যাত ভুবন বাদ্যকর বানাচ্ছেন ডিজাইনার পাকা বাড়ি

ডিজিটাল ডেস্ক : ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar de) কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। হ্যাঁ, সেই “কাঁচা বাদাম” (Kacha Badam) গানের মাধ্যমে জনপ্রিয় হওয়া বীরভূমের সেই বাদাম বিক্রেতা। যিনি ক্রেতাদের আকর্ষণ করার জন্য গান বেঁধেছিলেন “আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম”। আর সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুধু দেশে নয় বিদেশের অনেক জায়গাতেই খ্যাত হয়ে যান দরিদ্র ভুবন বাবু। কিন্তু এই খ্যাতিই ভাগ্য বদলাতে সাহায্য করে ভুবন বাবুর। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার জন্য কলকাতার অনেক ক্লাবে অনুষ্ঠান করার সুযোগ পান, সুযোগ আসে নানান টিভি শোতে অংশ নেওয়ার। এরপর ভুবন বাবু ছেড়ে দেন বাদাম বিক্রি। “দাদাগিরি” টিভি শোতে এসে ভুবন বাবু শুনিয়েছিলেন খড়ের চাল দেওয়া ভাঙা বাড়িতে কষ্টে বাস করার কথা, ছিল না সেই বাড়ি সংস্কারের টাকা। কিন্তু সম্প্রতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা গেছে, কাঁচা বাদাম খ্যাত ভুবন বাবু নিজের জন্য ডিজাইনার পাকা বাড়ি তৈরি করছেন, একেবারে অট্টালিকা। বীরভূমের (birbhum) দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামে তার পুরোনো বাড়ির পাশেই সেই একতলা পাকা বাড়ি তৈরি হচ্ছে। তাঁর নতুন ঘরে বসেছে নীল রঙের টাইলস। জানা গেছে, একজন আর্কিটেক্ট বাড়িটির ডিজাইন তৈরি করে দিয়েছেন। বাড়িতে থাকছে নতুন নতুন আসবাবপত্রও। প্রায় ছয় লক্ষ টাকা খরচ হচ্ছে বাড়িটি তৈরি করতে বলেও সংবাদ মাধ্যমে জানা গেছে। তবে এই পাকা বাড়িটির নির্মাণকাজ এখনো শেষ না হলেও বাদামকাকুর পুরোনো বাড়িটি ঝড়ে ভেঙে যাওয়ার বর্তমানে নির্মিয়মান বাড়িতেই থাকতে বাধ্য হয়েছেন ভুবন বাবু। আর ইতিমধ্যে ভুবন বাবু তাঁর স্বপ্নের নতুন পাকা বাড়ি নিয়ে একটি গানও বেঁধে ফেলেছেন। গানের কথাগুলো হল – “ছিল না বাসা বাড়ি, এখন হল পাকা বাড়ি। থাকার মতো রয়েছে মানুষ, আসবে কত তাড়াতাড়ি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *