নিজেদের নানান দাবীতে জেলা প্রশাসনের শরণাপন্ন অঙ্গনওয়ারী কেন্দ্রের কর্মীরা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ মে ২০২২ :
রাজ্যের সাথে জেলাগুলোতেও নানান সমস্যায় ধুঁকছে অঙ্গনওয়ারী কেন্দ্র সহ কর্মীরা, ২২ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান।

রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা অঙ্গণওয়ারী কেন্দ্রগুলোর দৈন্যদশার হাল জানা নেই এমন মানুষ কমই পাওয়া যাবে। একদিকে যেমন সাম্মানিক বেতন বৈষম্য অন্যান্য রাজ্যগুলির তুলনায়, তার পাশাপাশি জেলার কেন্দ্রগুলি পরিচালনা করার ক্ষেত্রে আর্থিক সংকট, এছাড়াও অঙ্গণওয়ারী কেন্দ্রগুলোতে কর্মরত কর্মীদের ওপর কাজের বোঝা চাপিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। এমন ২২ টি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে শুক্রবার পশ্চিমবঙ্গ অঙ্গণওয়ারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য কমিটির সহ সভানেত্রী সৌমিতা রাহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে স্বারকলিপি প্রদান করে।

সৌমিতা রাহা

এই প্রসঙ্গে সৌমিতা রাহা জানান, আমাদের ২২ দফা দাবি রয়েছে। যার মধ্যে অঙ্গণওয়ারী কেন্দ্রগুলোর ভাড়া সঠিক সময়ে যাতে প্রদান করা হয়।  সেন্টারে যে খাবার দেওয়া হয় তা কেনার জন্য বর্তমান বাজার মূল্যের অর্থ বরাদ্দ করা যেমন রয়েছে, তার পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে যাতে সঠিক মূল্যায়ন করা হয় তার দাবীতেই আজকের এই স্বারকলিপি প্রদান কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *