বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৬ মে ২০২২: মডেল (Model) অভিনেত্রী (Actress) বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumder) রহস্য মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাঁকিনাড়ার নারায়নপুর টালিখোলা এলাকায়।

তবে গত চার মাস ধরে দমদম নাগেরবাজার রামগড় কলোনিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন বিদিশা। বুধবার সন্ধেয় ফ্ল্যাটের দরজা ভেঙে বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বিদিশার মরদেহ এসে পৌঁছয় তাঁর কাঁকিনাড়ার বাড়িতে।

কিছুক্ষনের জন্য মরদেহ বাড়িতে রাখার পরই মডেল অভিনেত্রীকে চোখের জলে চির বিদায় জানালেন পরিবার, আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা। এদিকে মেয়েকে হারিয়ে ঘনঘন সংজ্ঞা হারাচ্ছেন বিদিশার মা পম্পা মজুমদার। যার জন্য মেয়েকে চলে যেতে হল তার শাস্তির দাবি করলেন পম্পা দেবী।