বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ মে ২০২২ : ব্যারাকপুর ওয়ারলেস মোড় সংলগ্ন বিরিয়ানির দোকানে গুলির ঘটনায় হায়দ্রাবাদ থেকে ধৃত কাঁকিনাড়ার বাসিন্দা শার্প শুটার সোনু রাজভর । পুলিশি তদন্তে উঠে এসেছে ঘটনার দিন সোনুই বাইকে বসে গুলি চালিয়েছিল। তারপর সনু পালিয়ে হায়দ্রাবাদ চলে গিয়েছিল। হায়দ্রাবাদ থেকে সোনুকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে শুক্রবার ব্যারাকপুরে আনা হয়েছে। এবার ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজ চালাবে পুলিশ। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি ( ক্রাইম ) অজয় ঠাকুর জানান, বিরিয়ানির দোকানে গুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই ওরা ধরা পড়বে।
