জলপাইগুড়ি শহর থেকে উদ্ধার হল প্রচুর কাশির সিরাপ ও নেশার ট্যাবলেট

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ মে ২০২২ : নেশাখোরদের দাপটে শহরে চুরি ছিনতাই বেড়েছে বলে অভিমত অধিকাংশ শহরবাসীর। আর এই নেশার সামগ্রী বিক্রেতাদের ধরতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জলপাইগুড়ি পুলিশ। শনিবার এমনই এক অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। জলপাইগুড়ি শহর থেকে উদ্ধার হল প্রচুর কাশির সিরাপ ও নেশার ট্যাবলেট, ধৃত দুই যুবক। শহরের রাজবাড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে পিসি পার্টি’র পুলিশ দুই যুবক সহ নেশার সামগ্রী উদ্ধার করে। দুই যুবককে জেরা করে পুলিশ জানতে পারে শহরে বিক্রির উদ্দেশেই নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলো। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

শনিবার বিকেলে ময়নাগুড়ি’র দুই যুবক বাইকে করে রাজবাড়ি এলাকা দিয়ে শহরের প্রবেশের চেষ্টা করছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুই যুবক পালানোর চেষ্টা করে, কিন্তু পিছু নিয়ে ওই দু’জনকে ধরে ব্যাগে তল্লাশি চালাতেই কাশির সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, আশি বোতল কাশির সিরাপ পাওয়া যায় ধৃত দু’জনের কাছ থেকে। সঙ্গে প্রচুর ঘুমের ট্যাবলেটও পাওয়া গেছে। নেশার জন্যই এগুলো বিক্রি করা হত।

পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন ময়নাগুড়ি’র দেবী নগরের বাসিন্দা অতিশ মল্লিক ওরফে ভোলা ও ময়নাগুড়ি’র জল্পেশ মোড়ের নবী ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *