হলদিবাড়ি মাজার শরীফে টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা, হলদিবাড়ি, ৩১ মে ২০২২ : বোনঝিকে কোলে নিয়ে হলদিবাড়ি হুজুর সাহেবের মাজার শরীফে টলিউড অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

সোমবার বিকেল চারটে নাগাদ হলদিবাড়িতে এসে প্রথমে তিনি হুজুর সাহেবের মাজার শরীফে গিয়ে দোয়া করেন। তারপর দিদির মেয়ে ও মা’কে সঙ্গে নিয়ে মাজার শরীফ চত্বর পরিদর্শন করেন। এই সময় অনেককেই টলিউড তথা অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর সাথে সেলফি তুলতে দেখা যায়।

এরপর হলদিবাড়ি শহরের ক্ষুদিরামপল্লীর মামার বাড়িতে যান তিনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

মিমি চক্রবর্তী জানান, অনেক আগে এখানে এসেছি। আমি তো জলপাইগুড়িতেই বড় হয়েছি। তারপর কলকাতা চলে যাওয়া। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল ফের এখানে আসার। তাই আজকে মামার বাড়ির সাথে হুজুর সাহেবের মাজার শরীফে প্রার্থনা করে গেলাম।

টলিউড অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীকে হলদিবাড়িতে পেয়ে নিতান্তই খুশি এলাকার সর্বস্তরের মানুষরা।

Photo Credit- Mimi Chakraborty official FB page.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *