ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ মে : ডেঙ্গু নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ বাড়ছিল জলপাইগুড়ি জেলায়। আর এই উদ্বেগ থাকাটাই স্বাভাবিক কেননা, এই মুহূর্তে জলপাইগুড়ি জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৯১ জন। সোমবার এমনই জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসীম হালদার।

ডা: অসীম হালদার

এর মধ্যে শুধু বাগরাকোটেই আক্রান্তের সংখ্যা ২২৫ জন যা স্বাভাবিকভাবেই একটি উদ্বেগের কারণ। চা অধ্যুষিত এলাকায় একসাথে এত জনের ডেঙ্গু আক্রান্ত হওয়াটা স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের। যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমের দিকে। ডেঙ্গু রোধে এইসব এলাকায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। যেমন বাড়ি বাড়ি সমীক্ষা করা, মশারি দেওয়া, মেডিকেল টিম পাঠানো, জ্বর ডেঙ্গু প্রভৃতি পরীক্ষা করা। মূলত পানীয় জল স্টোর করে রাখা এবং সেখান থেকেই ডেঙ্গুর প্রকোপ বেশি ঘটছে বাগরাকোট এলাকাতে বলে জানিয়েছেন তিনি। যদিও সেখানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *