উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের পাশ করানোর দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তাল বেলঘড়িয়া

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১১ জুন ২০২২ : উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের পাশ করানোর দাবিতে বিক্ষোভ ঘিরে শনিবার উত্তাল হয়ে ওঠে বেলঘড়িয়া। এদিন সকালে ব্যস্ততম এম বি রোডের বেলঘড়িয়া ব্রিজের কাছে তারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভে সামিল হলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও। উল্লেখ্য, বেলঘড়িয়া ও নিমতা অঞ্চলের একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীরা এবারে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে। অবিলম্বে পাশ করানোর দাবিতে এদিন তারা দীর্ঘক্ষন ব্যস্ততম এম বি রোড অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এম ডি রোডে। অবরোধের জেরে ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষজনও। ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ এসে অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি বেধে যায়। অবশেষে স্থানীয়দের সহায়তায় পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তারপর যান চলাচল স্বাভাবিক হয় এম বি রোডে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *