ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ চা বাগান শ্রমিকের স্বামী

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জুন ২০২২ : ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ চা বাগান শ্রমিকের স্বামী, অসহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

উল্লেখ্য, জলপাইগুড়ি কোতয়ালি থানার অন্তর্গত ভান্ডি গুঁড়ি চা বাগানের ভাটা লাইনের বাসিন্দা সুজিতা মুন্ডার স্বামী রাজু মুন্ডা সহ বেশ কয়েকজনকে অন্ধ্রপ্রদেশে কাজ দেওয়ার নামে নিয়ে গেছে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের প্রকাশ ওঁরাও গত ১০ ই জুন। তারপর থেকে আর স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না বলে বুধবার থানায় দাঁড়িয়ে জানালেন সুজিতা মুন্ডা। তাই তিনি স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে আজ আবার থানায় এসেছেন।

অপরদিকে বুধবার নিখোঁজ রাজু মুন্ডার স্ত্রী সুজিতা মুন্ডাকে নিয়ে থানায় আসা চা বাগান মজদুর ইউনিয়নের নেতা শুভাশীষ সরকার বলেন, এর আগেও এই মহিলা কোতয়ালী থানায় এসে স্বামী নিখোঁজ হবার বিষয়ে মিসিং ডায়েরি করতে চেয়ে ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেদিন থানা মিসিং ডায়েরি জমা না নিয়ে, বলেছিল অন্ধ্রপ্রদেশে গিয়ে নির্দিষ্ট থানায় ডায়েরি করতে। একজন সাধারণ চা বাগান শ্রমিক কি করে ভিন রাজ্যে গিয়ে অভিযোগ জানাবে? তাই আজ আমরা সিটুর পক্ষ থেকে থানায় এসেছি অভিযোগ জানাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *