সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ জুলাই ২০২২ : নিজের গ্যারেজে কাজ করছিলেন বিশ্বজিৎ তন্ত্র। হঠাৎই তাঁর নজরে পড়ে সামনের রাস্তায় একজনের একটি মানি ব্যাগ পড়ে যায়। তিনি ছুটে গিয়ে ভদ্রলোকটিকে ডাক দিলেও ভদ্রলোক ততক্ষনে বেরিয়ে গিয়েছিল। রাস্তা থেকে মানি ব্যাগটি তুলে বিশ্বজিৎ বাবু দেখেন ব্যাগে ভর্তি অনেকগুলো পাঁচশো টাকার কড়কড়ে নোট। প্রায় ছয় হাজার টাকার বেশি হবে। কড়কড়ে পাঁচশো টাকার নোটগুলো দেখে অনেকেরই হয়তো মাথার ঠিক থাকতো না।

কিন্তু জলপাইগুড়ি কামার পাড়ার বাইক মেকার বিশ্বজিৎ তন্ত্র সেই লোভ কে উপেক্ষা করে যার ম্যানিব্যাগ তার হাতে তুলে দিতেই তিনি শনিবার বিকেলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় টাকা ভর্তি মানি ব্যাগটি জমা দিলেন। এই ধরনের সততার নজীর দেখে অনেক মানুষ বিশ্বজিৎ বাবুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বিশ্বজিৎ বাবু জানান, অন্যের টাকা তিনি কেন নেবেন। তিনি কাজ করে খান। অন্যের টাকায় তার কোন লোভ নেই। তাই যার মানিব্যাগ তাকেই ফিরিয়ে দিতে তিনি থানায় এসে উপযুক্ত মানুষটিকে খুঁজে বার করার আহবান জানিয়েছেন।