সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ জুলাই ২০২২ : করোনাকে ভয় পাব না, আবার করোনা কে অবহেলাও করবো না, তবেই আবার আমরা জয়ী হতে পারবো করোনার বিরুদ্ধে। মঙ্গলবার করোনার আপডেট দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল। করোনা সংক্রমণের থাবা অব্যাহত রয়েছে শহর জলপাইগুতে। মঙ্গলবারের খবর অনুযায়ী শহরে ফের করোনায় আক্রান্ত হলেন ২১জন বাসিন্দা বলে পুরসভা সূত্রে খবর। বিভিন্ন ওয়ার্ডে আক্রান্তদের এলাকা জীবাণুমুক্ত করার কাজ চলছে। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল বলেন, করোনা সংক্রমণ ক্রমবর্ধমান। আজ আক্রান্তের সংখ্যা ২১ জন। প্রত্যেককেই মাস্ক পড়া, হাত স্যানিটাইস তথা স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন তিনি। যেভাবে করোনা বাড়ছে তাতে এই মাসের শেষে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরূপবাবু। তাই ফের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। করোনাকে এর আগে যেভাবে আমরা সকলে মিলে হারিয়েছি, ঠিক এবারও হারাতে পারবো বলে দাবি তার। করোনাকে অবহেলা না করে স্বাস্থ্য বিধি মেনে সকলেই যদি আমরা চলি তাহলে করোনাকে থেকে আমরা সকলেই মুক্ত হতে পারব বলে জানান চেয়ারম্যান ইন-কাউন্সিল স্বরূপ মন্ডল।
