বালা পাড়া ডাম্পিং গ্রাউন্ডে পচনশীল ও অপচনশীল পদার্থগুলোকে আলাদা করার প্রক্রিয়া শুরু হল

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই ২০২২ : অবশেষে জলপাইগুড়ি পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রাথমিক কাজ শুরু হল বালা পাড়ার ডাম্পিং গ্রাউন্ডে। গতকাল থেকেই যন্ত্রের মাধ্যমে ডাম্পিং গ্রাউন্ডের পচনশীল ও অপচনশীল পদার্থগুলোকে আলাদা করার প্রক্রিয়া শুরু হল। দুটি ভাগে বিভক্ত হয়ে এই পদার্থগুলো আলাদা করা হচ্ছে। পচনশীল পদার্থগুলো ভবিষ্যতে জমিতে সারের কাজে ব্যবহৃত হবে। টানা ৮ ঘন্টা নিয়মিত এই যন্ত্র কাজ করবে বলে সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে খবর। কিছুক্ষণ বিশ্রাম দেওয়ার পর ফের টানা ৮ ঘন্টা চলতে পারবে বলে জানান এই যন্ত্র বসানোর দায়িত্বে থাকা রবি কুমার। অর্থাৎ টানা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে এই যন্ত্র।

The process of separating biodegradable and non-biodegradable materials has started at the Bala Para dumping ground

জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের ইনচার্জ ফজরুল ইসলাম বলেন, পুরসভার দীর্ঘদিনের প্রয়াস ছিল ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনাকে রিসাইক্লিং করার। আজ থেকেই এ কাজ শুরু হল। এর ফলে স্থানীয় বাসিন্দাদেরও সুবিধা হবে। স্থানীয় বাসিন্দারা ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধ ছড়ায় বলে দীর্ঘদিন থেকে অভিযোগ করছিলেন। এই প্রক্রিয়ার ফলে দুর্গন্ধ অনেকটাই কমবে বলে দাবি তার। এখন থেকে টানা এই কাজ চলতে থাকবে। কিছুদিন পর আরও একটি যন্ত্র আসবে এবং বাকি কাজগুলো সেই যন্ত্রের মাধ্যমে করা হবে বলে জানান ফজরুল বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *