জলপাইগুড়ি শহরের শনিবারের করোনা আপডেট

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই ২০২২ : জলপাইগুড়ি শহরে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত মোট করোনাতে আক্রান্ত হয়েছেন পুর এলাকায় ২৪৩ জন দাবি পুরসভার। অন্যদিকে শহর ও সংলগ্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এপর্যন্ত ২জনের বলে পুরসভা সূত্রে খবর। এই কারণে করোনা পরিস্থিতিতে সকলকে সাবধানে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করে চলেছে পুর কর্তৃপক্ষ। শনিবার জলপাইগুড়ি শহরে নতুন করে ৭জন করোনাতে আক্রান্ত হয়েছেন বলে দাবি পুর কর্তৃপক্ষের। পুর এলাকায় ১, ৩, ৬, ৭,১২, ১৮ নম্বর ওয়ার্ড মিলে আক্রান্ত ৭জন। এদিন আক্রান্তের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করা হয় পুরসভার পক্ষ থেকে। শহরবাসীকে আবারও সর্তক থাকার বার্তা দিলেন পুরসভার চেয়ারম্যান ইন- কাউন্সিলর স্বরূপ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *