সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ জুলাই ২০২২ : বাংলাদেশে পাচারের আগেই প্রায় দশ কেজি রূপা বাজেয়াপ্ত হল জলপাইগুড়িতে। রবিবার গভীর রাতে সদর ব্লকের মানিকগঞ্জ এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দশ কেজি রূপা সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ। সোমবার ধৃতকে কোতোয়ালি থানায় তুলে দিল বিএসএফ। পালিয়ে থাকা আর এক যুবকের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। বিএসএফ ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মানিকগঞ্জ এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের ডাঙা পাড়া সীমান্ত এলাকায় স্কুটি করে দুই যুবক ঘোরাঘুরি করছিলেন। বিএসএফ স্কুটি আটক করে ডিকি থেকে রূপা উদ্ধার করে। সেই সুযোগে স্কুটি নিয়ে পালিয়ে যায় ওপর যুবক। এক যুবককে আটক করে বিএসএফ। ধৃতের নাম বাবু রাম মুন্ডা, বাড়ি সাতকুড়ার ঝাপড়তোলা এলাকায়। তদন্তে উঠে এসেছে, বাংলাদেশে রূপা পাচার করার পরিকল্পনা করেছিল তারা। ধৃতকে আদালতে তোলা হবে জানায় পুলিশ।
