শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে রনক্ষেত্র ব্যারাকপুর, পুলিশের লাঠির ঘায়ে আহত একাধিক কার্যকর্তা

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৬ জুলাই ২০২২ : শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিজেপি বিক্ষোভ মিছিল ঘিরে রনক্ষেত্র হয়ে উঠল ব্যারাকপুর। শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মিছিল করে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছিল বিজেপির ব্যারাকপুর জেলার যুব মোর্চা। ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল শুরু হতেই একপ্রস্থ ঝামেলা হয়। মিছিলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কুশপুতুল নিয়ে যেতে নিষেধ করে পুলিশ। অভিযোগ, এস এন ব্যানার্জি রোড ক্রস করে চিড়িয়ামোড়ে বিটি রোডে মিছিল পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায়। পুলিশের দাবি, মিছিলের অনুমতি ছিল। কিন্তু কুশপুত্তলিকা দাহের কোনও অনুমতি নেই। অভিযোগ, পুলিশ বিজেপি কর্মীদের হাত থেকে কুশপুতুল কেড়েও নেয়। যদিও ব্যারিকেড করে মিছিল আটকানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা বেধে যায়। অভিযোগ, বিজেপি কর্মীরা ব্যারিকেড সরিয়ে মিছিল এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। তখনই দুপক্ষের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি বেধে যায়। ধস্তাধস্তির জেরে অসুস্থ হয়ে পড়েন বিজেপির ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি। তারপর ধস্তাধস্তি ধস্তাধস্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। তাতে আহত হলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র ও মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা অপর্ণা বল। এরপরই চিড়িয়ামোড় সন্নিহিত বিটি রোড উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে তপ্ত পরিস্থিতির সামাল দেয়। সেইসঙ্গে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *