সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ জুলাই ২০২২ : ব্লক প্রশাসনের উদ্যোগে মশা বাহিত রোগ ঠেকাতে গাপ্পি মাছের পোনা ছাড়া হল জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চলের অন্তর্গত হাকিমপাড়ার বেশ কিছু পুকুরে। শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সদর বিডিও দেবাশীষ মন্ডল, মৎস্য দপ্তরের আধিকারিক কৌশিক মাইতি, পাহাড়পুর অঞ্চলের উপপ্রধান বেনু রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
মৎস্য দপ্তরের আধিকারিক কৌশিক মাইতি বলেন, আমরা আজ পাহাড়পুরের হাকিমপাড়া এলাকায় বেশ কিছু পুকুরে প্রায় ৫হাজার গাপ্পি মাছের পোনা ছাড়লাম। মূলত ডেঙ্গু, ম্যালেরিয়া আটকাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও এই এলাকায় এখনো ডেঙ্গুর কোন খবর মেলেনি তবু সাবধানতা অবলম্বন করতেই এই উদ্যোগ। এর পাশাপাশি বিভিন্ন পুকুরে স্প্রে করার কাজও চলছে। যে সমস্ত পুকুরে প্রায় সারা বছর জল থাকে সেইসব পুকুরেই এই গাপ্পি মাছের পোনা ছাড়া হল বলে জানান তিনি।
এই বিষয়ে পাহাড়পুর অঞ্চলের উপপ্রধান বেনু রঞ্জন সরকার বলেন, এদিন ৮ থেকে ১০ টি পুকুরে এই পোনা ছাড়া হয় যাতে মশার লার্ভা গাপ্পি মাছ খেয়ে মশা বাহিত রোগ আটকাতে পারে।