কৃষক ও কৃষিকে বাঁচানোর স্বার্থে সমস্ত প্রকার আর্থিক দায় দায়িত্ব সরকারকে নেওয়ার দাবীতে ডেপুটেশন

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ আগস্ট ২০২২ : সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হল। সংগঠনের জেলা সম্পাদক সুরেশ রায় বলেন, বিভিন্ন দাবিতে আজ জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল। কৃষক ও কৃষিকে বাঁচানোর স্বার্থে সমস্ত প্রকার আর্থিক দায় দায়িত্ব সরকারকে নেওয়া, বিনামূল্যে বা কম মূল্যে জল সেচের ব্যবস্থা করা, রাসায়নিক সার, কীটনাশক, বীজের ভেজাল প্রভৃতি বন্ধ করা, কৃষিকাজ পণ্যের এমএসপি আইনসঙ্গত করা, কৃষিজ বিভিন্ন দ্রব্য অঞ্চল ভিত্তিক ক্যাম্প করে সরাসরি চাষীদের কাছ থেকে ক্রয় করা, রাজ্য জুট কর্পোরেশন গঠন করে পাট চাষীদের কাছ থেকে লাভজনক দামে পাট কেনা, ক্ষুদ্র চা চাষীদের পাতার ন্যায্য মূল্য দেওয়া, সমস্ত ফসলকে শস্য বীমার আওতায় আনা, জি এস টি বাতিল, কৃষকদের ঋণ মুকুব করে সহজ শর্তে ঋণ প্রদান প্রভৃতির দাবি করা হয়েছে এদিনের স্মারকলিপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *