বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৬ আগস্ট : চাকুরি দেবার নাম করে নিজের বাড়িতে ডেকে জোর করে ধর্ষণ করার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। খড়দা থানার পানিহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জয়প্রকাশ কলোনীর ঘটনা। অভিযোগ, যুবতীকে চাকুরি দেবার নাম করে গত ৪ আগস্ট দুপুরে নিজের বাড়িতে ডাকে স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দে। মদ্যপ অবস্থায় ওই তৃণমূল নেতা যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওইদিন রাতেই নির্যাতিতা খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। তবে ঘটনাটি চাউর হতেই বেপাত্তা অভিযুক্ত ওই তৃণমূল নেতা। ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে খড়দা থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে থানার সামনে বসে পড়ে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় বিজেপির নেতা-কর্মীরা। যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, সাতদিনের মধ্যে অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার হবে। নইলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।
