নীতি আয়োগের বৈঠকে মমতাকে বলতে না দেওয়া ঠিক কাজ হয়েছে, দাবি শুভেন্দুর

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৮ আগস্ট : নীতি আয়োগের বৈঠকে মমতাকে বলতে না দেওয়া ঠিক কাজ হয়েছে। রবিবার বিকেলে ব্যারাকপুরে ‘তেরঙ্গা যাত্রা’য় যোগ দিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে করেন শুভেন্দুর অধিকারী বলেন, যারা পরিচালনায় ছিলেন, তারা ঠিক কাজ করেছেন। শনিবার রাষ্ট্রপতি ভবনেও ওনাকে বলতে দেওয়া হয়নি। শুভেন্দুর দাবি, ওনি তো নীতি আয়োগের বিরোধীতা করেন। ওনি তো প্রকাশ্যে বলেছেন, প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ কেন। প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে এদিন হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর নগরের উদ্যোগে ব্যারাকপুর ওয়ারলেশ মোড় থেকে ব্রিজের নীচে হনুমান মন্দির পর্যন্ত তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও তেরঙ্গা যাত্রার হাজির ছিলেন বিজরপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক রোহিত সাউ, যুব মোর্চা নেতা কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *