সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ আগস্ট : জল্পেশে সম্প্রীতির বার্তা। মুসলিম পরিবার জল পান করালেন শিব ভক্তদের। জলপাইগুড়ির জাতীয় সড়কের ধারে পাহারপুর মোরে রবিবার রাতে দেখা গেল এক অভিনব দৃশ্য। ক্লান্ত জল্পেশগামী পুর্ণ্যার্থীদের পায়ে ব্যথানাশক স্পে করে এবং তাদের হাতে পানীয় জলের বোতল তুলে দিতে দেখা গেল এক মুসলিম পরিবারের সদস্যদের। ওই পরিবারের সদস্য মহম্মদ মুইনুল বলেন,’আমার পরিবারের পাশাপাশি এই কাজে আমার বন্ধুরাও এগিয়ে এসেছে। আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা করলেই দেশের মঙ্গল সকলের মঙ্গল।’ এদিনের এই কর্মসূচিতে দেখা গেল পরিবারের খুদে সদস্যরাও ব্যথানাশক স্প্রে করা থেকে জল বিতরণ করছেন। এনিয়ে মুইনুল বলেন,’বাচ্চাদের ছোটো থেকে সম্প্রীতির পাঠ শেখাতে হয়।’ অন্যদিকে মুসলিম পরিবারের হাতে জল পেয়ে তা সাদরে গ্রহণ করছেন জয়দেব রায়, বিমল রায়ের মত পুর্ণ্যার্থীরা। জয়দেব বাবু বলেন,’মুসলিম হয়েও যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে তাতে খুবই ভাল লাগছে।’
পাশাপাশি হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে জল্পেশে যাওয়া পুণ্যার্থীদের বেশ কিছু , বাদ্যযন্ত্র, ছোটো সাউন্ড বক্স আটক করে পুলিশ। এ প্রসঙ্গে ব্যান্ড পার্টির সদস্য নরেশ সিংহ জানান, আমাদের গাড়িতে কোনো ডিজে ছিল না, মাইক আগেই ফাঁসিদেওয়া থানার পুলিশ খুলে নেয়, এর পর জলপাইগুড়ি পুলিশ বাজনা গুলো নিয়ে নিয়েছে।