সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ আগস্ট : মদ্যপ অবস্থায় নিজের গলায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু, চাঞ্চল্য জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলে। সোমবার এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো কোতয়ালি থানার অন্তর্গত বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার গুয়াবাড়ি প্রধান পাড়ার মানুষজন। ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত উমাপদ বর্মনের ভাই যাদব বর্মন জানান, প্রায় প্রতিদিনই মদ খেয়ে বাড়ি আসে মৃত উমাপদ বর্মন। এসেই পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতো। এদিনও নেশা করে এসে নিজেরই সন্তানকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। এমন অবস্থায় তাকে কোনো ক্রমে ধরে সরিয়ে দিয়ে বাচ্চাটিকে বাঁচানো যায়। এরপরে নিজের ঘরে থাকা সবজি কাটার ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় কোপ মারে উমাপদ এবং মাটিতে লুটিয়ে পরে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এমন ঘটনায় গুয়াবাড়ি প্রধান পাড়ায় চাঞ্চল্য দেখা দিলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
