সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট : জল্পেশ মন্দিরের পুন্যার্থীদের জন্য আগামী রবি ও সোমবার একই নিয়ম বলবত থাকবে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সূত্রে এমনই খবর। অর্থাৎ এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জল্পেশের পুন্যার্থীদের জন্য যে নিয়ম জারি করেছিলেন, সেই নিয়মই আগামী ওই দুইদিন বজায় রাখতে হবে। অর্থাৎ ওই দুইদিন পুন্যার্থীরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। তাদের জন্য শিবের মাথায় জল ঢালার যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে সেরকমই নিয়ম বজায় থাকছে। অন্যদিকে মন্দিরের বাইরে একটি জায়ান্ট স্ক্রীনের মাধ্যমে পুণ্যার্থীরা তাদের জল ঢালার দৃশ্য দেখতে পারবেন। আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় এমনই নিয়মের কথা জানিয়েছেন বলে জানান সরকার পক্ষের আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ।
