জয় শাহ, শুভেন্দু অধিকারী ও হিমন্ত বিশ্বশর্মাকে দড়ি বেঁধে সাড়া শহর ঘোরালো যুব তৃণমূল!

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ আগস্ট : রাজ্যের তাবড় তাবড় তৃণমূল নেতা সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হওয়ার পর অভিনব প্রতিবাদ মিছিলের আয়োজন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের। শনিবারের এই প্রতিবাদ মিছিলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রতীকী সাজিয়ে দড়ি বেঁধে সাড়া শহর ঘোরানো হয়। পাশাপাশি তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এদিন। জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চাট‍্যাজি কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, ইডি আর সিবিআই কি বিজেপি আর আরএসএসের দুই ভাই? লকডাউনের সময় মাত্র ৫০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা অমিত শাহের ছেলে জয় শাহর ষোলোশ গুণ ব্যবসা বৃদ্ধি হয়ে গেল। তার বিরুদ্ধে ইডি ও সিবিআই হল না কেন? নারদা কান্ডে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। একই অভিযোগে কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না? ঝাড়খণ্ডের তিনজন কংগ্রেসের বিধায়ককে প্রচুর টাকা দিয়ে অপারেশন লোটাসে ঝাড়খন্ড সরকার ভাঙতে গেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এটা কি করাপশন অ্যাক্টের মধ্যে পড়ে না!! প্রশ্ন সৈকতের। ইডি ও সিবিআই তাদের গ্রেফতার করবে না। কিন্তু জনতার আদালতে চলবে না কোনো ফন্দি। চলবে না কোন অন্যায়। জনতার আদালতে হতেই হবে বন্দী, বলে দাবি যুব তৃণমূল সভাপতির। দুর্নীতি যদি হয়েই থাকে- সবচেয়ে বেশি হয়েছে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড নিয়ে। বিরোধীদের শুধু ইডি ও সিবিআই দ্বারা হেনস্থা করা হচ্ছে। আজকের এই প্রতিবাদ মিছিলে তিনজনকেই দড়ি বেঁধে চার কিলোমিটার হাটানোর আয়োজন আমরা করেছি। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছি বলে জানান তিনি। এদিন জলপাইগুড়ি শহরের গান্ধীমূর্তির পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *