সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ আগস্ট : ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ৯জন বন্দীকে মুক্তি দেওয়া হল। সংশোধনাগারের ভেতরে এই ৯জন বন্দীর হাতে ফুলের তোড়া তুলে দেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক। ৯জন বন্দীর মধ্যে ৮জন পুরুষ ও এক জন মহিলা বন্দী ছিল। জেল থেকে মুক্তি পেয়ে খুশি বন্দীরা।
উল্লেখ্য এই প্রথম স্বাধীনতা দিবসের দিন জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বন্দীদের মুক্তি দেওয়া হল। এরা সবাই ছিলেন মেয়াদি সাজা প্রাপ্ত আসামী। এরা সবাই বিভিন্ন অভিযোগ অভিযুক্ত হয়ে সংশোধনাগারে সাজা কাটছিল। গতকাল সংশোধনাগারের ভেতরে একটি অনুষ্ঠান করে এই বন্দীদের হাতে ফুলের তোড়া দিয়ে তাদের বাকি সাজা থেকে মুক্তি দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক, এ আই জি কারা উত্তরবঙ্গ নন্দন কুমার বরুয়া, ও সংশোধনাগারের অন্যান্য আধিকারিকরা।