খেলা হবে দিবস পালিত হল জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ আগস্ট : খেলা হবে দিবস পালিত হল মঙ্গলবার জলপাইগুড়িতে। আজ ১৬ই আগস্ট রাজ্যের ৩৪৫ টি ব্লক,১১৯ টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কোলকাতা পুর সংস্থার অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ড ও ২৩ টি জেলা সদর, জিটিএ এবং আই এফে অনুমোদিত সমস্ত ক্লাব /সংস্থায় খেলা ধুলার মাধ্যমে ‘খেলা হবে দিবস’ পালিত হল। তারই অঙ্গ হিসেবে এদিন জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানেও খেলা দিবস পালিত হল। জলপাইগুড়ি জেলা ও পৌর যুব করণের ব্যবস্থাপনায় ও জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টের লীগ পর্যায়ে তিনটি দল অংশ গ্রহন করে। দুটি দল ফাইনালে পৌছায়। ফাইনালে এদিন পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে জলপাইগুড়ি খারিজা বেরুবাড়ি হাইস্কুল ও বাহাদুর মুন্নাস হ্যাপী হোম হাই স্কুল। এদিন খেলার শুরুতেই খেলোয়ারদের সঙ্গে পরিচয় পর্ব ক‍রেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা শাসক মৌমিতা গোদারা বসু, পুরপ্রধান পাপিয়া পাল , জেলাপরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শনী ভট্টাচার্য , জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কুমার দত্ত সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা।

এবিষয়ে জেলা শাসক মৌমিতা গোদারা বলেন, সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকেও দিন ভর এই খেলা দিবস পালিত হচ্ছে । এই খেলায় বিদ্যালয়ের কন্যাশ্রী মেয়েরা অংশ গ্রহন করে। খেলায় বিজয়ী দলকে ট্রফি প্রদানের পাশাপাশি প্রতিটি খেলোয়াদের সংবর্ধিত করা হবে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *