বিকাশ সরকার, হলদিবাড়ি, ২২ আগস্ট : কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। এই বিষয়ে তিনজনের নামে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শনিবার মধ্যরাতের ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি শহরের কালিবাড়ি মোড় এলাকায়। ঘটনার পর থেকেই দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবির পাশাপাশি কর্মবিরতি পালন করে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা। রবিবার সকাল পর্যন্ত চলে সেই কর্মসূচি।
জানা যায় শনিবার রাত একটা নাগাদ হলদিবাড়ি শহরের কালিবাড়ি মোড়ে নাকা ডিউটি করার সময় দুটি বাইক সমেত ৩-৪জনকে দাঁড় করায় ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার। তাদের ছবি তোলা হলে এবং এত রাতে তারা কোথায় যাচ্ছে তা জানতে চাওয়া হলেই ওই দুইজন সিভিক ভলেন্টিয়ারদের উপর চড়াও হয় তারা। এরপর দুজন সিভিককে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়া সহ বিশাল পুলিশ বাহিনী। তবে সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায়। জানা যায় তারা হলদিবাড়ি শহরের যুব তৃণমূলের কর্মী। আহত দুজন সিভিক ভলেন্টিয়ার বর্তমানে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় ঐ তিনজন হলেন ক্ষতিবর রহমান, কার্তিক রায়, নূর ইসলাম। নুর ইসলাম ৪ নং ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি। অপরজন কার্তিক রায় যুব তৃণমূলের সদস্য। ক্ষতিবর রহমান হলদিবাড়ি শহর তৃণমূলের যুব নেতা হলেও দলীয়ভাবে তার কোন পদ নেই। তার স্ত্রী গত পুরনির্বাচনে শাসক দলের টিকিটে জয়ী হয়ে ৪ নং ওয়ার্ড এ বিনাপ্রতিদ্বন্দিতায় জয়ী হয়ে কাউন্সিলার হন। সেসময় হুমকি ও ভীতি প্রদর্শন করে বিজেপির প্রার্থীকে নমিনেশন তুলে নিতে বাধ্য করে বলেও বিজেপির অভিযোগ। এছাড়াও যুবনেতা ক্ষতিবর রহমানের বিরুদ্ধে বহু মারধর, মস্তানি ও তোলাবাজির অভিযোগ রয়েছে। মেখলিগঞ্জ এর বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং হলদিবাড়ির প্রাক্তন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাসের ঘনিষ্ঠ বলেও পরিচিত বলেই বারবার পার পেয়ে যান তিনি বলে অভিযোগ। শনিবার রাতের ঘটনার পর তদন্তের জন্য পুলিশ তার বাড়িতে গেলে পুলিশকে উল্টো হুমকি দেন বলেও অভিযোগ। রবিবার এই ঘটনার জেরে সমস্ত পোষ্টের ডিউটি বন্ধ করে দেয় সিভিক ভলেন্টিয়াররা। এতেই হলদিবাড়ি শহরসহ ব্লকের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। কারণ পর্যাপ্ত পুলিশ কর্মীর অভাবে হলদিবাড়ির নিরাপত্তার বেশিরভাগের দায়িত্বে থাকে সিভিক ভলেন্টিয়াররা। সিভিক ভলেন্টিয়ারা জানান, যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে।