সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিকেরা জলপাইগুড়ি জেলার তেলিপাড়া মোড়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ লাল চন্দন কাঠ উদ্ধার করে। বৃহস্পতিবারের এই ঘটনায় দুজনকে আটক করে বনদপ্তর। ধৃতরা ত্রিলোকি প্রসাদ জয়সওয়াল ও নির্মল দাস। তাদের জিজ্ঞাসাবাদের পর বিন্নাগুড়ি স্কোয়াড, মালবাজার স্কোয়াড, গোরুমারা উত্তর রেঞ্জ এবং গোরুমারা দক্ষিণ রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে কোচবিহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালপট্টি এলাকায় সিং মার্কেটের একটি বন্ধ স্টলে অভিযান চালিয়ে অবৈধ লাল চন্দন কাঠ উদ্ধার করে। খবরের প্রকাশ, উদ্ধার হওয়া প্রায় ৩ টন লাল অবৈধ চন্দন কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। ধৃতদের আজ, শুক্রবার জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ৭ দিনের পুলিশ রিমান্ড দেন বলে জানান,অভিযুক্তদের পক্ষে আইনজীবী সিতাংশু ফনী।
