চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে হলদিবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক শিক্ষক

বিকাশ সরকার, হলদিবাড়ি, ৫ সেপ্টেম্বর : চাকরি করিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করলো হলদিবাড়ি থানার পুলিশ। ওই শিক্ষককে রবিবার তোলা হল মেখলিগঞ্জ মহকুমা আদালতে। ১০দিনের পুলিশি হেফাজতের নির্দেশ।

A teacher has been arrested by the police of Haldibari police station on the charge of cheating on money in the name of giving a job

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল রাজ্য রাজনীতি।ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মাঝে হলদিবাড়ি ব্লকে চাকরি করিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার করার অভিযোগ উঠলো এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে।

হলদিবাড়ির বাজেজমা খাসবস এলাকার স্থায়ী বাসিন্দা আমজাদ হোসেন সরকার শুক্রবার রাতে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ করে বলেন,”হলদিবাড়ি ব্লকের পাড়মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সেন পাড়ার বাসিন্দা পিন্টু সেন ওরফে পল্টন সেন একজন প্রাথমিক শিক্ষক। সে চাকরি করিয়ে দেবে এই বলে আমার কাছ থেকে কয়েক দফায় মোট নয় লক্ষ টাকা নেয়। সেই সময় সে কথা দেয় দুই বছরের মধ্যে চাকরি পাইয়ে দেবে। আমিও সরল বিশ্বাসে জমি বন্ধক রেখে তাকে টাকা তুলে দিই। দীর্ঘদিন হতে চললেও চাকরি না পাওয়ায় আমার দেওয়া টাকা ফেরত চাই। সে ৩ সেপ্টেম্বর টাকা ফেরত দেওয়ার কথাও জানায়। সেই দিন টাকা আনতে গেলে সে টাকা দিতে অস্বীকার করে ও আমাকে হুমকি দেয়।”

অভিযোগ পেয়ে পিন্টু সেন ওরফে পল্টন সেন নামের প্রাথমিক শিক্ষককে গ্রেপ্তার করে হলদিবাড়ি থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ৪০৬/৪০৯/৪১৭/৪২০/৫০৬ আইপিসি ধারায় মামলা রুজু করে পুলিশ।

রবিবার ধৃত ওই শিক্ষককে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের তরফে ১৪দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে বিচারক ১০দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক পিন্টু সেন ওরফে পল্টন সেন বলেন,”অভিযোগ ভিত্তিহীন। আমি হাতে বা আমার একাউন্টে কোন টাকা নেই নি। আমি শুধু কার কাছে টাকা দিলে কাজ হতে পারে সেই রাস্তা দেখিয়ে দিয়েছিলাম।”

সূত্রের খবর,ওই শিক্ষক এলাকার বহু মানুষকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন। সেই টাকার পরিমাণ কোটি টাকা পেরিয়ে যাবে।

দেখুন ভিডিওতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *