সংবাদদাতা, জলপাইগুড়ি, ৫ সেপ্টেম্বর : বিজেপির পতাকা, ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ তুললেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে।
আগামী ৯ সেপ্টেম্বর রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি আসছেন “চোর ধরো জেল ভরো” কর্মসূচিতে অংশ নিতে। এই উপলক্ষে সেদিন শহরে একটি মহামিছিলের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। সেই কর্মসূচিকে সামনে রেখে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় লাগানো বিজেপির পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির পতাকা, ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে।
বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামীর অভিযোগ, আগামী ৯ সেপ্টেম্বর তাদের মহামিছিলের প্রচারের জন্য লাগানো রাস্তার পাশের প্রচুর ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শাসক দলের এধরনের কাজে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, তাঁদের মিছিলের প্রচারের জন্য দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে লাগানো বিজেপির সমস্ত ফেস্টুন ছিড়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। তবে সাধারণ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে বলে দাবি করেন তিনি।
যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তৃণমূল নেতা তপন ব্যানার্জী। তিনি বলেন, তৃণমূলের এতো দুর্দিন আসেনি যে বিজেপির লাগেনি ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলতে হবে। বিষয়টা আমার জানা নেই। ওরা বরাবরই মিথ্যা অভিযোগ করে। এবারও করেছে।