অপূর্ব সরকার, কোচবিহার, ৬ সেপ্টেম্বর : শীতলকুচি ব্লকের নলগ্রাম কাশিয়ারবাড়ী এলাকায় সাইকেল সহ ডোবায় পরে মৃত আট বছরের এক নাবালিকা, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।
মঙ্গলবার সকালবেলা এমনি ঘটনা লক্ষ্য করা গেল শীতলকুচি ব্লকের বড় কৈমারী অঞ্চলের অন্তর্গত নল গ্রাম কাশিয়ারবাড়ী এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল ওই বালিকা তার বাড়ির পার্শ্ববর্তী কাশিয়ার বাড়ি প্রাইমারি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর বিকেল তিনটার দিকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করে এবং সারারাত ধরে খোঁজাখুঁজি করার পরেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় রাস্তার ধারের একটি ডোবা থেকে ওই নাবালিকার দেহ সাইকেল সমেত উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি পুলিশ প্রশাসন এবং মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে পুলিশ সূত্রে খবর।
পরিবারে সূত্রে জানা যায়, ওই বালিকার নাম ইয়াসমিন পারভিন। বয়স ৮ বছর। নাবালিকা ওই গ্রামের কাশিয়ার বাড়ি প্রাইমারি বিদ্যালয় তৃতীয় শ্রেণীতে পড়তো।